Pages

আল্লাহ তালার রাস্তা ধর

 

আল্লাহ তালার রাস্তা ধর

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়ত উরে যাবে
বাকীর খাতায় সবটুকু হারাবে।।

আজকে কর যত আয়োজন
দেখবে এসব নেই আর প্রয়োজন
এক পলকে সবকিছু ফুরাবে
বাকীর খাতায় সবটুকু হারাবে।।

মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবেনা তোমার ডাকে সাড়া  
হীরের খনি দেয় যদি কেউ তুলে
তখন তুমি নিবে কি তা তুলে?
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে
বাকীর খাতায় সবকিছু হারাবে।।

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর......

দল বেঁধে সব করছে খেলা



দল বেধেঁ সব করছে খেলা
গাইছে হেসে হেসে,
বাড়ির পথে হাটেন নবী
ঈদের নামাজ শেষে।

দেখেন সবাই আন্দে উচ্ছ্বল
শুধু একটি ছেলে পথের ধারে
তার চোখ দুটি ছলছল।

থমকে দাড়াঁন দয়াল নবী
অন্তরে পান ব্যথা
প্রশ্ন করেন কাঁদছ কেন
পথের কিনার বসে।

যুদ্ধে আমার আব্বু শহীদ
আম্মাও  নেই বেঁচে
কেমন করে আনব খুশী
দু:খ নদী সেচে।