আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)

তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।

তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার উপর দিলে
মাটির মানুষকে সন্মান।।

শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।


যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া ।।
দমে দমেতে হরদম সে পড়েছে এ ইসমে আজম ।।
সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান


আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।


আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে 

তোমার গুনগান ।।
আল্লাহু আল্লাহু ।


শিল্পী: আবদুল আলীম


9 comments:

  1. you can search it in English 👇
    Allahu allahu tumi jalle jalaluhu

    ReplyDelete
  2. অসাদারন।।। খুব ভাল লাগলো।।।।

    ReplyDelete
  3. এরকম কিছু নেটে ছারবেন।।সবাই খুশি হবে।।।

    ReplyDelete
  4. এইটুকু।
    আরো আছে মনে হয়

    ReplyDelete
  5. লেখকের নামটাও যোগ করে দিবেন ভাই 💚

    ReplyDelete