Showing posts with label ওয়াদা দিয়ে কাজ করেনা. Show all posts
Showing posts with label ওয়াদা দিয়ে কাজ করেনা. Show all posts

ওয়াদা দিয়ে কাজ করেনা



ওয়াদা দিয়ে কাজ করেনা 
কথা রাখার ধার ধারে না 
মিথ্যা যার কাছে যেন অতি স্বাভাবিক
সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।

কেউ কখনো যতন করে রাখলে আমানত 
খুব সাধারন তারই কাছে করে খেয়ানত
মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক ।

কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে 
মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে

ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার
কাজের সাথে মিল থাকেনা মুখের ব্যবহার 
কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক ।

গান: মুনাফিক
কথা: গাজী নয়ন ইসলাম 
সুর: মশিউর রহমান
পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম