Showing posts with label মনের আড়ালে যদি মন কথা কয়. Show all posts
Showing posts with label মনের আড়ালে যদি মন কথা কয়. Show all posts

সিজদায় তাকে ডাকিও

মনের আড়ালে যদি মন কথা কয়
সুরের আড়ালে যদি সুর বোনা হয়
হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে
সিজদায় তাকে ডাকিও
তাসবিহর দানা যপিও

হরফে হরফে তাঁর শান লেখা রয়
রাগিণীর তালে দোলে প্রাণ মোহময়
রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে
মধুর শরাব যাচিয়ো  
জোৎস্নার সাথে নাচিয়ো।।

ক্বিয়াম কিরাতে মজে সুখের প্রণয়
মরুর পিয়াস মিটে খরা গলে ক্ষয়
প্রেমের হেরেমে যদি পোড়ে অন্তর
সালামের গান বাজিয়ো
তাঁর সাজে মন সাজিয়ো।