Showing posts with label আমি লিখবো চিঠি দেবো তোমায়. Show all posts
Showing posts with label আমি লিখবো চিঠি দেবো তোমায়. Show all posts

আমি লিখবো চিঠি দেবো তোমায়

 আমি লিখবো চিঠি দেবো তোমায়

পাখি পৌঁছে দিও রওজায় ২,,

আমি থাকবো বসে আশায়,,

চিঠির উত্তর আসবে আমার গায় ২,, ঐ


কবে আসবে মদিনার পয়গাম,,

গায়ে বাঁধবো হাজীদের এহরাম ২,,

আমি ঘুরবো মদিনার চারিপাশ

দু চোখে দেখবো সাবযে গুম্বার ২,, ঐ


তৃষ্ণায় কাতর আমার এ মন,,

তৃষ্ণা মেটাবে কুফ জমজম ২,,

সে পানি মাখবো আমি সারা গায়,,

পাখি পৌঁছে দিও রওজায় ২,, ঐ


চিঠির উত্তর যদি গো না পাই

এ জীবন মরণ সবই যে বৃথায় ২,,

যে প্রেমের চাদর ওয়াসকরনির গায়

সে প্রেম নসিব করো গো আমায় ২,, ঐ