আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
আসসুবহু বাদা মিন তা'য়াল আতিহী,
ওয়াল্লাইলু দাজা মিও্যয়াফরাতিহী।
হ্যায় নুরে সাহার চেহেরে সে তেরে,
আওর শব কি রওনক জুলফো সে।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
কানজুল কারামি মাওলান নিয়ামী,
হাদি'ল উমামী লে শারিয়াতিহী।
নেয়ামাত কা খাজিনা হ্যায় মাওলা,
গাঞ্জিনায়ে রেহমাত হ্যায় আ'কা।
হাদি হ্যায় তামামি উম্মাত কে,
আওর রাহানুমা হ্যায় শারিয়াত কে।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
সা'আতিস শাজারু নাতাকাল হাজারু,
শাক্কাল কামারু বে ইশারাতিহী।
উঙ্গলি কে ইশারে পেড় চলে,
এয়জাজ সে পাত্থর বোল উঠে।
আওর চাঁদ হুয়া হ্যায় দো টুকড়ে,
আঙ্গুশত কে এক ইশারে সে।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।
আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহ।।
জিবরিলু আতা লাইলাতা আসরা,
ওয়াখাফ তায়াফু লে হাদরাতিহী।
জিবরিলে আমিন প্যায়গামে খোদা,
মাশা-আল্লাহ। ধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteMashallah jaza kalla
ReplyDeleteঅনুবাদ
ReplyDeleteদেওয়া যাবে কি?
আমি ও অনুবাদ চাই
Deleteমাশা'আল্লাহ জাযাকাল্লাহু খাইরান ক্বাছির।
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeletealhamdulillah,onubad lagbe
ReplyDeleteThank u baisaab
ReplyDeleteমাশাল্লাহ
ReplyDeleteটাইপ টা উর্দু হলে আরো ভালো হত
ReplyDeleteজাজাকাল্লাহ খাইরান
ReplyDeleteজাজাকাল্লাহখাইরান
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteMasha-Allah..Please translate in Bengali.
ReplyDeletejaja kallahu khairan
ReplyDeleteShob ta lyrics den nai vai.
ReplyDeleteধন্যবাদ ❣️
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteঅনুবাদ চাই
ReplyDeleteজাজাকাল্লাহ
ReplyDeleteখুব সুন্দর।
ReplyDeleteকলিজা শীতল করা ইসলামিক গান
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteঅনুবাদ চাই
ReplyDeleteআল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
Deleteআল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
তুমি রহিম তুমি রহমান
তুমি যে এ জব্বার।
আমি তোমার নাফরমান
বান্দা বড়ই গুনাহগার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আকাশ বাতাস বৃক্ষ তৃণ লতা
যিকির করে যে তোমার।
তুমি মহান মহিয়ান
তুমি জাল জালালে ওয়াল ইকরাম।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
তুমি খাওয়াও তুমি পরাও
তোমারি তো সবি অনুদান।
তোমার নামের যিকির করে
সাত জমিন আসমান।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
তুমি বিশাল জল রাশির বুকে
ঢেউয়ে ঢেউয়ে তোল শুর।
আবার জমিনের বুক ছিড়িয়া
ফসল ফলাও ভরপুর।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
ভেবে ব্যকুল দেখে তোমার
কুদরতের খেলা।
শুন্যের মাজে কেমন তুমি
ভাসাও মেঘের ভেলা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
কি সুন্দর ফুলে ফলে
তুমি সাজালে জগতময়।
কোথাও সমতল পাহাড় ও জল
কোথাও আবার মরূময়।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আকাশ পানে চেয়ে দুনয়ন
ক্লান্ত দিশেহারা।
কেমনে সাজালে দিনের সূর্য
রাতের চাঁদ তারা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
মাশা-আল্লাহ
Deleteধন্যবাদ
DeleteAWESOME!
ReplyDeleteমাশা-আল্লাহ অনুবাদ সহ হলে আরো ভালো লাগতো জাযাকাল্লাহ
ReplyDeleteমাশা আল্লাহ, জাযাকাল্লাহ
ReplyDeleteমাশাআল্লাহ। কিন্তু শেষে আরেকটু বাকি আছে
ReplyDeleteঅসাধারণ একটা ইসলামিক গজল
ReplyDeleteMasha-Allah
ReplyDeleteমাশাল্লাহ
ReplyDeleteসম্পূর্ণ-টা চাই
ReplyDeleteমাশা-আল্লাহ।ধন্যবাদ।
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteবাকী টুকু কোথায়
ReplyDelete