Showing posts with label আল্লাহ তোমার এই দুনিয়ায়. Show all posts
Showing posts with label আল্লাহ তোমার এই দুনিয়ায়. Show all posts

আল্লাহ তোমার এই দুনিয়ায়

আল্লাহ তোমার এই দুনিয়ায় (২)
কেউ আসে কেউ চলে যায়।
তবু তোমার ভয়ে কারো
কাঁধে না হৃদয়।(২)

এ দুনিয়া পেয়ে আমার বদলে গেল মন
দু'চোখেতে এল শুধু রঙিন স্বপন।
ভাবলো না মন আল্লা ছাড়া
নেই কোন উপায়।
তবু তোমার ভয়ে কারো
কাঁধেনা হৃদয়।

থাকতে সময় আল্লাহকে মন
ডাকোরে হরদম।
এই দুনিয়ায় এই জীবনের
সময় বড় কম।

হাশর মীযান পুলসিরাতে
সে ছাড়া কেউ নাই।
তবু তোমার ভয়ে কারো
কাঁধে না হৃদয়।।