নীল আসমান সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তোমারি জন্য
তুমি আমার রব।
যাহার সৃষ্টি সব,
সকল তারিফ তোমারি জন্য
তুমি আমার রব।
সৃজন করেছ চন্দ্র সূর্য
তোমার তো এ নিখিল।
তোমার তো এ নিখিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।
তুমিতো দিয়েছ কত নিয়ামত
করিনা শোকর তার।
তোমার দেওয়া সেই জীবন বিধান
ভেঙ্গে চলি বার বার।(২)
করিনা শোকর তার।
তোমার দেওয়া সেই জীবন বিধান
ভেঙ্গে চলি বার বার।(২)
তবু তোমার ক্ষমার আশায়
দোওয়ায় হই শামিল।
দোওয়ায় হই শামিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।
আনতা লী নিঈমাল ওয়াকিল।
ডুবে আছি যত পাপাচারে আর
লোভ-লালসার ভিড়ে।
ভুলে গেছি সব নিষেধের বাণী
কী করে আসবো ফিরে। (২)
লোভ-লালসার ভিড়ে।
ভুলে গেছি সব নিষেধের বাণী
কী করে আসবো ফিরে। (২)
ওমর খালিদ হামজার দলে
এ নাম কর শামীল।
এ নাম কর শামীল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।
আনতা লী নিঈমাল ওয়াকিল।
বিতাড়িত সেই ইবলিশ আমায়
দেয়না সফল হতে।
ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে।
দেয়না সফল হতে।
ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে।
আমার হৃদয়ে তার ছায়া যেন
পড়ে না কোন এক তিল।
পড়ে না কোন এক তিল।
আনতা রাব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।
আনতা লী নিঈমাল ওয়াকিল।
Mashallah
ReplyDeleteThanks!
ReplyDeleteThanks
ReplyDeleteMashaallah
ReplyDeleteMaashaallahh....................
ReplyDeleteMa sha allah 💝💝💝
ReplyDeleteMash allah , Sundor
ReplyDeleteMash-allah,☺️☺️
ReplyDeleteআনতা রাব্বি আন্তা হাসবি আনতা লি নিঈমাল ওয়াকিল
ReplyDeleteএর বাংলা অর্থ কি??
কেউ জানলে বলবেন প্লিজ
তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার রব, তুমিই আমার জন্য প্রতিনিধি।
Delete