যে মা আমায় ছোট্ট থেকে
মায়ার জালে বন্দি রেখে
করেছে পালন।
হে প্রভু তুমি ও তারে
তোমার আরশ ছায়া নীড়ে
করিও লালন
মাকে করিও লালন। (২)
মায়ার জালে বন্দি রেখে
করেছে পালন।
হে প্রভু তুমি ও তারে
তোমার আরশ ছায়া নীড়ে
করিও লালন
মাকে করিও লালন। (২)
যে মা সদা আমার পাশে
সুখে দুঃখে থাকতো বসে।
সে মা আজি আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে। (২)
সুখে দুঃখে থাকতো বসে।
সে মা আজি আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে। (২)
হে প্রভু তুলেছি হাত
তুমি তারে দাওগো নাযাত,
করে নাও আপন।
তুমি তারে দাওগো নাযাত,
করে নাও আপন।
হে প্রভু তুমি ও তারে...
আমার দুঃখে কাঁদতো যে মা
মলিন করে মুখ।
দু হাত তুলে তোমার কাছে
চাইতো আমার সুখ।(২)
মলিন করে মুখ।
দু হাত তুলে তোমার কাছে
চাইতো আমার সুখ।(২)
যে মা ছিল সবচে আপন
সে ছাড়া আজ শুন্য ভূবন
আসবে না মা ফিরে কভু
কেঁদে যতই ভাসাই নয়ন।
সে ছাড়া আজ শুন্য ভূবন
আসবে না মা ফিরে কভু
কেঁদে যতই ভাসাই নয়ন।
হে প্রভু তুলেছি হাত
তুমি তারে দাওগো নাযাত
করে নাও আপন।
তুমি তারে দাওগো নাযাত
করে নাও আপন।
হে প্রভু তুমি ও তারে...
অপূর্ব এক হৃদয়স্পর্শী মায়েরগান
ReplyDeleteOsadharon ekta gojol😍😍
ReplyDeleteOnek sundor gajol
ReplyDeleteঅনেক সুন্দরএই গজলটি
ReplyDeleteঅনেক সুন্দর হয়েছে
ReplyDeleteবলা বাহুল্য হৃদয় স্পর্শ করেছে মোঠকথায়
ReplyDeleteআইনুদ্দীন আল আজাদের যে মা আমার দুধ খাওয়ালো লিরিক্স চাই
ReplyDeletenc
ReplyDeletesuper song
ReplyDelete