Meherban tumi meherban- মেহেরবান তুমি মেহেরবান



মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)

আমি পাপী গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর।
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বারে।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)

জেনে না জেনে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।

বুঝে না বুঝে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।

নিজের সাথে নিজে
সকাল বিকাল সাঁঝে। (২)
জুলুম করেছি
বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)


মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)

পাহাড় সমান পাপের বোঝা
মাথায় নিয়ে
চলতে পারিনা
ক্ষমা কর রহম দিয়ে।

বান্দা তোমার আমি
তুমি অন্তর জামি
তোমার কাছে ফিরি
বারে বার।

ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)


মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)


29 comments:

  1. Wonderful song !! I have been so emotional hearing this song "Meherban tmi meherban......

    ReplyDelete

  2. মাশ আল্লাহ খুবই সুন্দর।
    আমার হৃদয় ছুঁয়ে গেছে।

    ReplyDelete
  3. Really khub khub sundor.....moner govir gohone pouche jai amon islamic song.....

    ReplyDelete
  4. মেহেরবান তুমি মেহেরবান
    মেহেরবান তুমি মেহেরবান।(২)

    আমি পাপী গুনাহগার
    তুমি ছাড়া কে আছে আর।
    ক্ষমা করো ওগো প্রভু
    তওবা করি বারে বারে।
    ইয়া রাহিমুর রহমান
    ইয়া কারিমু মেহেরবান।(২)

    জেনে না জেনে
    হাজার পাপের সাগরে,
    ডুব দিয়েছি,
    পথ হারিয়ে ভুলে।

    বুঝে না বুঝে
    হাজার পাপের সাগরে,
    ডুব দিয়েছি,
    পথ হারিয়ে ভুলে।

    নিজের সাথে নিজে
    সকাল বিকাল সাঁঝে। (২)
    জুলুম করেছি
    বারে বার।
    ইয়া রাহিমুর রহমান
    ইয়া কারিমু মেহেরবান।(২)


    মেহেরবান তুমি মেহেরবান
    মেহেরবান তুমি মেহেরবান।(২)

    পাহাড় সমান পাপের বোঝা
    মাথায় নিয়ে
    চলতে পারিনা
    ক্ষমা কর রহম দিয়ে।

    বান্দা তোমার আমি
    তুমি অন্তর জামি
    তোমার কাছে ফিরি
    বারে বার।

    ইয়া রাহিমুর রহমান
    ইয়া কারিমু মেহেরবান।(২)


    মেহেরবান তুমি মেহেরবান
    মেহেরবান তুমি মেহেরবান।(২)

    ReplyDelete
  5. অনেক অনেক ভালো লাগছে ❤

    ReplyDelete
  6. সবাইকে ধন্যবাদ।

    ReplyDelete
  7. ধন্যবাদ উপকৃত হলাম

    ReplyDelete
  8. মাশাআল্লাহ তাবারাক আল্লাহ

    ReplyDelete
  9. মাশাআল্ল, মারহাবা অসম্ভব সুন্দর লাগলো,আল্লাহ আপনার কন্ঠকে দারাজ করুন, আমিন

    ReplyDelete
  10. বলার ভাষা নাই। 😍😍

    ReplyDelete
  11. Bhai aami to Indian please write it in banglish font

    ReplyDelete
  12. মাশাল্লাহ।

    ReplyDelete
  13. Allah malik ...apni Amar Khalik ..

    ReplyDelete