Showing posts with label নামাজকে বলোনা কাজ আছে. Show all posts
Showing posts with label নামাজকে বলোনা কাজ আছে. Show all posts

নামাজকে বলোনা কাজ আছে

 নামাজকে বলোনা কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।


নামাজকে বলোনা কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।


ফজর কাটে ঘুমের ঘোরে

জোহর কাজে কাজে,

আসর কাটে খেলায় ধুলায়

মাগরীব মাঝে মাঝে।

এশার সময় হয়ে এলে

থাকো মিছে দুনিয়ার পিছে।


প্রভুর হুকুম মানোরে ভাই

থাকো তুমি যেথায়,

সময় গেলে পাবেনা ফিরে

মরন তোমায় লইবে ঘিরে।

জেনে রেখো মরন তোমার

অতি কাছে।


নামাজকে বলোনা কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।


কথা ও সূর: শহীদুল ইসলাম