কোথায় পাবে বল এমন লাল সবুজের দেশ

কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ

মন মাতানো পরিপাটি শ্যামল বরন কেশ।

রবের দেয়া সে যে আমার 

প্রাণের বাংলাদেশ 

প্রাণের বাংলাদেশ।


আযান শুনে হয় যেখানে রোজ সকালে ভোর

পাক পাখালির কলতানি খোলে সবাই দোর।

শিশির ভেজা দূর্বাঘাস ও 

দারুন পরিবেশ 

দারুন পরিবেশ।


নদী নালা খাল বিলেতে 

নানা সাধের মাছ 

প্রাণ জুড়ে যায় পাহাড় দেখে 

হরেক রকম সাজ ।


শাপলা বেলি জুঁই চামেলি সুবাস ভরা ফুল 

রূপ লাবণ্য ভালোলাগায় নেই যে তাহার তুল 

সকল দেশের রানী সে যে 

জানে দেশ বিদেশ।

জানে দেশ বিদেশ।





আমরা সকল দেশের শিশু যাব

 আমরা সকল দেশের শিশু যাব

নবীর মদিনায়!

তোরা- সঙ্গে যাবি আয়

আয় আয় আয় 

তোরা- সঙ্গে যাবি আয়


আমার- নবীর মদীনাতে

খোদার রহম দিনে রাতে,

সবাই সেথা ভালোবেসে

ভালোবাসা পায়।।


নবীর পথে চলে সবাই

পায় যে দ্বিনের আলো,

আর নবীর মুহব্বতে ডুবে

সবাই বাসে ভালো।।


সেথা- রহমতে আলম

সেথা সৃষ্টি নিরুপম

সেথা ইনসানিয়াত পূর্ণ হলো

নবীর অছিলায়।।


-ফররুখ আহমেদ-

সততার গুনে যারা গুণী হয়

 সততার গুনে যারা গুণী হয়

তারাইতো সমাজের আসল মানুষ

কোন ক্রান্তি কালে তারা থাকে না বেহুঁশ ।


সৎ মানুষেরা যে জনপদে যায়

সহসাই জীবনের স্বাদ বদলায়

উড়ায় জীবন জুড়ে সুখের হাউশ ।


সত্যের সৌরভে ভরা যার মন

তার মনে বেদনার নেই ক্রন্দন

উড়ায়না সে কোন মিথ্যে ফানুস ।


লালসার কাছে তারা হেরে যায় না

অন্যায় পথে তারা কিছু চায় না

খোদার জিকিরে থাকে তাজা ফুসফুস ।


কথাঃ জাকির আবু জাফর

সুরঃ শিল্পী মশিউর রহমান

মা আমিনার চাঁদ কে সবাই

 


বলতো আলামিন

তাঁর নূরের আভায় হাসতো মরু

কাঁপতো মুশরিকিন।।


ছোট্ট বালক ভাবতো লোকের কথা

চতুর্দিকে হত্যা পাশবতা

চিন্তা করেন কি করা যায়

হননি সাহসহীন।। 

 

আল আমিনের চোখে নামে পানি

রুখতে হবে মিথ্যার হানাহানি 

ছোট্ট বালক সেই ভাবনায় 

কাঁটায় রাতদিন।। 


কিশোর তরুণ একত্র হয়

মিলাই হাতে হাত

রুখতে হবে পাপ অনাচার 

রুখতে তিমির রাত


সবাই মিলেই সংঘ কায়েম করে 

আর না যেন মিছেই মানুষ মরে

বঞ্চিতদের পক্ষে তারা 

শির করে উড্ডীন। 


কথাঃ গোলাম মোহাম্মদ 

সুরঃ মিজানুর রহমান রায়হান

রসুল নামের ফুল এনেছি রে

 রসুল নামের ফুল এনেছি রে

গাঁথবি মালা কে?

এই মালা নিয়ে রাখবি বেঁধে

আল্লাহ তালাকে॥


অতি অল্প ইহার দাম

শুধু আল্লাহ রসুল নাম,

এই মালা পরে দুঃখ-শোকের

ভুলবি জ্বালাকে॥


এই ফুল ফোটে ভাই দিনে রাতে

(ভাই,রে ভাই!) 

হাতের কাছে তোর

ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে

তাই রাত হলো না ভোর।


এর সুগন্ধ আর রূপ বয়ে যায়

নিত্য এসে তোর দরজায় রে

পেয়ে ভাতের থালা ভুললি রে তুই

চাঁদের থালাকে॥


কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

আমরা আলোর নতুন পাখি

 আমরা আলোর নতুন পাখি 

কণ্ঠে নতুন গান,

নতুন দিনের জন্য করি 

নতুন অভিযান ||

.

হৃদয় ভরা স্বপ্ন সবার 

জোছনা ভরা রাত,

ভোরের আগেই ভোরের দিকে

বাড়িয়ে দিলাম হাত—

হাতের সাথে হাত মেলাতে 

করছি আহ্বান ||

.

নতুন করে বলবো কথা 

নতুন করে হাসি, 

সবাই সবার জন্য দেবো

ভালোবাসা বাসি—

দুঃখ সুখে মিলবো সবাই 

ভুলবো অভিমান ||

.

এসো এসো স্বপ্নটাকে

দীর্ঘ করে তুলি,

ছোট্ট বুকে মস্ত আশার 

দরজাটাকে খুলি—

মরুর বুকে দেখবে তখন 

ঝর্ণা বহমান ||


কথাঃ জাকির আবু জাফর 

সুরঃ লিটন হাফিজ চৌধুরী 

আজ আছি ফুলকলি

 আজ আছি ফুলকলি কাল যে হবো ফুল

ঘ্রাণে ঘ্রাণে পৃথিবীটা করবো যে আকুল।।


আমাদের চারামন ভীষণ নরম

আদর সোহাগে চাই যতন পরম

শাসনে বারণে রেখো করি যদি ভুল।।


পাই যদি ভালোবাসা মমতার ছাদ

একদিন ফুটে হবো দ্বাদশীর চাঁদ! 


আমাদের সবগুলো পাপড়ি ফুটুক 

গুন গুন করে এসে ওলিরা জুটুক

হেসে হেসে দোল খাবে গাবে বুলবুল।।


কথাঃ নূরুজ্জামান শাহ্ 

সুরঃ আব্দুস সালাম

আবার এনেছে রহমের নদী

আবার এনেছে রহমের নদী 

দু'কূল ছাপিয়ে বান

নেকির ফসলে ভরে তোলো আজ

আমলের ময়দান।। 


পাপের পাহাড় পুড়ে করো ছাই 

রোজার আগুন জ্বেলে 

নাজাতের তরী ভিড়বেই ঘাটে

গোলামের ডাক পেলে!

মালিকের কাছে তাওবার ফুলে

হাসনাহেনার ঘ্রাণ।। 


জান্নাতি দার খুলে

ডাকে দয়াবান - চলো ক্ষমা চাই 

আজ দুটি হাত তুলে!


এই মাসে ফোটে কদরের ফুল

গাঁথো যদি তার মালা

ফেরেশতাদের হাতে রবে শুধু 

তোমার বরণ ডালা!

সিয়াম কিয়ামে ঢেলে দাও মন

চাও যদি রাইয়ান।।


নূরুজ্জামান শাহ্ 

সকল কিছু দেন যিনি

 সকল কিছু দেন যিনি

আর সকল কিছুর দাতা যিনি

রহমান নাম আল্লাহ পাকের

জানি সর্ব দাতা তিনি


ঈমান আলো নূর তিনি দেন

পাখির গলার সুর তিনি দেন

ফুলের বুকে রঙ এর লহর

ফলে যোগান মিষ্টি যিনি


বুদ্ধি বিচার শক্তিও দেন

ভালোবাসা ভক্তিও দেন

ইজ্জত আর দেন দৌলত 

মুক্তা মানিক সোনা-গিনি


কথাঃ ফররুখ আহমদ 

সুরঃ লিটন হাফিজ চৌধুরী

সাহস বুকে রাখো

 সাহস বুকে রাখো 

রবকে তুমি ডাকো

কর্ম তোমার সহজ হবে

ভেঙে পড়ো নাকো 


বুদ্ধি রাখো ঠিক 

কাজ করো দৈনিক 

বিজয় তোমার হবে

অটল অনড় থাকো


ব্যাথায় যদি বক্ষ ভরে আসে

কষ্ট ঝরে নিঃশ্বাসে নিঃশ্বাসে 

সামনে চলো তুমি দৃঢ় বিশ্বাসে


যে সহে সে রহে 

বিজ্ঞজনে কহে

হৃদয় উজাড় করে

রবকে তুমি ডাকো


কথা: গোলাম মোহাম্মদ 

সুর: মশিউর রহমান

আকাশ বাতাস নদী

আকাশ বাতাস নদী

বয়ে চলে নিরবধি

পাখি গায় গান আল্লাহ মহান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


নীল ঢেউ ভেসে যায় দূর গগনে

স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে

এতো যে মহিমা বল, কে করেছে দান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


কোকিলে ডেকে ডেকে কী যে বলে

প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে

অপরূপ ডানা তার কে করেছে দান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী