Showing posts with label কী নূর খোদা দিলেন গো?. Show all posts
Showing posts with label কী নূর খোদা দিলেন গো?. Show all posts

কী নূর খোদা দিলেন গো?

 কী নূর খোদা দিলেন গো? 

এই পাঠিয়ে মরুর মক্কাতে—

আঁধার মরু আলো হলো 

আজ সে নূরের জালওয়াতে।

রহমতের সমুদ্র আমার

রাহমাতুল্লীল আলামিন!

শ্রেষ্ঠ যিনি দোজাহানের

আজ সারা মাখলুকাতে ||

.

লক্ষ তারার মাঝে চাঁদটি যেমন

সব নবীদের মাঝে নবী গো তেমন

আরশের দেয়া এই প্রিয় উপহার

পরশেতে খেলা করে কোলে আমিনার ||

.

আহা আহা! কী বদন ঘোরা নূরানী

পিঠে যার নবুয়াতি আঁকা নিশানী,

বাদশাহী পেয়ে তিনি দিন ও দুনিয়ার

ঘুমাতেন পেতে পাটি খেজুর পাতার ||

.

নূরে নূরে ঝলোমল! করে ও জগত

বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত

খুলে দিয়েছেন খোদা ফেরদাউস তার

খুশিতে ভরেছে আজি তাই সংসার ||

.

ঝরে ঝরে রহমত আজ গো সেথায়

রয়েছেন বেঁধে বাসা নবী গো যেথায়,

যাহারই পরশে মাটি হলো গো সোনা

যে নাম জপিলে ভয় থাকে না গুনাহ ||