Showing posts with label ও মন রমজানে ঐ রোজার শেষে... Show all posts
Showing posts with label ও মন রমজানে ঐ রোজার শেষে... Show all posts

ও মন রমজানের ঐ রোজার শেষে

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ॥
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ,
দে জাকাত, মূর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি’দ॥
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ॥
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
যারা জীবন ভ’রে রাখছে রোজা, নিত্য উপবাসী,
সেই গরীব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মফিদ ॥
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করতে হজরত হয় মনে উম্মীদ।।

লিখেছেন, কাজী নজরুল ইসলাম

গানটি শুনুন: