Showing posts with label ঈদ এলো মানুষের জন্য. Show all posts
Showing posts with label ঈদ এলো মানুষের জন্য. Show all posts

ঈদ এলো মানুষের জন্য

 গান: ঈদ এলো মানুষের জন্য

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ঈদ এলো মানুষের জন্য
ঈদ এলো জীবনের জন্য
ঈদের আনন্দ যে ভাগ করে নেয়
সেই জন আসলেই ধন্য ॥

একা একা হয় না তো ঈদ
হয় না তো ঈদের খুশি
একা একা ঈদ করে সে
যেই জন মূলত দোষী
বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ
হিংসার আগুন জঘন্য ॥

ঈদ আসে মানুষের জ্বালা যাতনার
ক্ষতগুলো একেবারে মুছে দিতে
শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে
ভালোবেসে কাছে টেনে বুকে নিতে।

এসো তাই হাতে রাখি হাত
হৃদয়ে হৃদয় রাখি
মনের সকল নীলিমায়
ঈদের সে চাঁদকে আঁকি
তারপরে কাক্সিক্ষত স্বপ্ন সুখের
সু-সমাজ গড়ি অনন্য ॥