Showing posts with label ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা. Show all posts
Showing posts with label ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা. Show all posts

ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা

এক পা দু পা হাটা হাটি
হোচট খেয়ে পড়া,
সেই ভয়েতে বাবা তোমার
হাতটি ধরে চলা।
বায়না কত জামা জুতো
রঙিন রঙিন ঘুরি।
বাবা তুমি ঘুরির মত
গেলে কোথায় উড়ি।

ও বাবা ও বাবা
বড় বেশি মনে পড়ে
তোমারই কথা।

তোমার গায়ের গন্ধ যেন
মেস্ক আম্ব সুধা
এমন গন্ধ জগত জুড়ে
পাইনা খুজে বাবা
তোমার কথা মনে হলে
অশ্রু থামে না
এই বুকেতে বইছে যে আজ
নিরব যন্ত্রনা।

ও বাবা ও বাবা
বড় বেশি মনে পড়ে
তোমারই কথা।

তুমি ছিলে এই ধরাতে
কত আপন জন
সে কথাটি জানে বাবা
ছোট্ট অবুঝ মন।
আকাশ পাণে চেয়ে থাকি
দাও যদি দেখা।
আমায় রেখে তারার মেলায়
করছ কি খেলা।

ও বাবা ও বাবা
বড় বেশি মনে পড়ে
তোমারই কথা।

ও বাবা ও বাবা
বড় বেশি মনে পড়ে
তোমারই কথা।

ও বাবা ও বাবা
বড় বেশি মনে পড়ে
তোমারই কথা।