Showing posts with label এসো সত্যের সৌরভ. Show all posts
Showing posts with label এসো সত্যের সৌরভ. Show all posts

এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যাই

 এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই

ফুল হয়ে যাই

বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার

মূল হয়ে যাই।


ভুলে গিয়ে জীবনের পরিচয়

মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়

এসো সেই সব পথ হারা পথিকের

মুক্তির কূল হয়ে যাই।


যে সমাজে মিথ্যের জয়গান

অনায়াসে চাপা পড়ে ন্যায় সততার শত অবদান

এসো সে সমাজ গঠনের ভার নিতে

কাজে মসগুল হয়ে যাই।।


কথা: বিলাল হোসাইন নূরী

সুর: মাহফুজ বিল্লাহ শাহী