সুবাহানাল্লাহ আলহামদুলিল্লা
লা ইলাহা ইল্লাল্লাহ।।
তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা কর।
ধরার যে জন থাকে ধরো
তোমার মুঠোয় সবই আল্লাহ।
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লা,
লা ইলাহা ইল্লাল্লাহ।।
তোমার রিযিক খেয়ে পড়ে
অবাধ্য হই কেমন করে।
খুঁজে না পাই কোন ভাষা
শুকুর গুজার করার আল্লাহ।
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লা,
লা ইলাহা ইল্লাল্লাহ।।
তোমার দয়ায় নদীর ধারা,
সারা জাহান তোমার গড়া
তোমারি পথে আমার জীবন (২)
কবুল কর ওগো আল্লাহ।
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লা,
লা ইলাহা ইল্লাল্লাহ।।
masaallah
ReplyDeletemasa allah
ReplyDeleteআলহামদুলিল্লাহ হৃদয় জুড়ানো গান
ReplyDeleteما شاء الله
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteগানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় তাফাজ্জল হোসাইন খান। এটুকু সংযোজন করলে ভালো হয়।
ReplyDeleteঅনেক সুন্দর
ReplyDeleteমাশা-আল্লাহ
ReplyDeleteMashaallah
ReplyDeleteসুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ReplyDelete