Showing posts with label আল্লাহ তোমার দয়া কত অফুরান. Show all posts
Showing posts with label আল্লাহ তোমার দয়া কত অফুরান. Show all posts

আল্লাহ তোমার দয়া কত অফুরান

 আল্লাহ তোমার দয়া কত অফুরান 

গানে গানে শেষ হয় না 

নিখিল ভুবন মাঝে

দেখি সকাল সাঁঝে

তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।


শোকর তোমার প্রভু নাহি শেষ হয়

কত সুন্দর করে গড়েছো আমায় 

দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান

সবই তোমার করুণা ।


অসীম তোমার দয়া তুমি প্রেমময়

অটুট দীনের পথে রাখিও সদায়

দিও গো আমায় তুমি সুখের পরশ

তুমিই তোমার তুলনা ।


কথা ও সুর: আবদুস সালাম