আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাঁধনে বেঁধেছে আমাকে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাঁধনে আমায় বেঁধেছে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
দুঃখ শোকে সবাই যখন
আমায় দুরে ঠেলেছে
মায় তো এসে তখন আমার
হাত দুটি ধরেছে।
ভালোবাসার চুমু এঁকে
সান্ত্বনা দিয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাঁধনে আমায় বেঁধেছে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
মনের মাধুরী মিশিয়ে প্রথম
ডেকেছিলাম মাকে
ভালোবাসার মালা গেঁথে
পরিয়ে ছিলাম তাঁকে।
তার বিদায়ে জীবন ধূসর
মরুভূমি হয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাঁধনে আমায় বেঁধেছে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
আমার দুখ দেখে
যে মা আঁচলে মুখ ঢাকে
সেই মা আমায় একাকি ফেলে
স্বর্গে কিভাবে থাকে।
জানি সেথায় মা যে আমার
পথ পানে চেয়ে আছে।
আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাঁধনে আমায় বেঁধেছে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে।
আজ খুব পড়ছে মনে মাকে
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর।
At Alhuda Official Pakistan, we understand the importance of Quranic education for children. Our online Quran teaching courses are designed to provide a convenient and effective learning experience for kids, allowing them to develop a deep understanding of the Quran and its teachings
ReplyDeleteOnline Quran Academy
Online Qari