সত্য কথা বলতে হবে
সত্য পথে চলতে হবে
মিথ্যা পায়ে দলতে হবে
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।
দীনের নিশান গড়তে হবে
পাপের সাথে লড়তে হবে
নিজকে আগে গড়তে হবে
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।
অকুতোভয় থাকতে হবে
সৎ পথে লোক ডাকতে হবে
দীনকে জয়ী রাখতে হবে
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।
তাই তো বলি মানবো কথা কার
যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।
কথা: সংগ্রহীত
সুর: সাইফুল্লাহ মানছুর
No comments:
Post a Comment