প্রশংসা সবি
কেবল তোমারি
প্রশংসা সবি
কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।
প্রশংসা সবি
কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
দয়ালু মেহেরবান,
করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।
শেষ বিচারের দিন।
কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি
নিয়ামত।
কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি
নিয়ামত।
দাও দিশা দাও,
সরল পথের।
দাও দিশা দাও,
সরল পথের।
রিসাত মোস্তাকিম।
রিসাত মোস্তাকিম।
মা বলে খোদার পথে
চল তুমি খোকন।
এ পথ ছাড়া অন্য পথে
ভরবে না তো মন।
ইসলামেরি ধ্বজা তুমি
শক্ত করে ধরো।
তাকে চিনতে কোরান
হাদিস
আরো কিছু পড়ো।
তার মহিমা আদায় করো
পূর্বে আসতে মরণ।
পূর্বে আসতে মরণ।
হে প্রভু মোর হৃদয়টা
জ্ঞানের জন্য খুলে
দাও।
কঠিণ কঠিণ পড়াগুলো
সহজ সরল করে দাও।
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
পাঠে আমার মন দিও গো
অঙ্ক যেন হয় না ভুল।
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো রয় ব্যকুল।
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
যখন আমি পড়তে বসি,
মন যে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে,
পড়তে যে সে চায় না।