আয় হতাশার আবর্জনায়

 আয় হতাশার আবর্জনায় 

সবাই মিলে আগুন জ্বালি—

শুন্য বনের শুকনো শাখায়

নতুন করে ফাগুন ঢালি ||

.

ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাঁটিতে

আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে!

জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে

নতুন পাতায় বাজুক তালি ||

.

আয় জীবনের অন্ধ কারায়

খবর পাঠাই মুক্ত পথের—

অসীম উদার আকাশ আসুক

প্রাণের যুক্তি যুক্ত মতের ||

.

সকল গ্লানীর হোক অবসান এই বেলাতে

সব পরাভব গাক জয়গান এই মেলাতে!

স্বপ্ন বোনার মৌসুমী ফল

ঝড়াক বকুল ফুল শেফালী ||



কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

আল্লাহ আমার রব

 আল্লাহ আমার রব.. এই রবই আমার সব


আল্লাহ আমার রব, এই রবই আমার সব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব

দমে দমে তনু মনে তারই অনুভব
দমে দমে তনু মনে তারই অনুভব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব
আল্লাহ আমার রব, এই রবই আমার সব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,

অথই নিয়ামতে ডুবে আছি সবাই..

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই..
পাক-পাখালির গানে , শুনি তাসবি কলরব ..
তাসবি কলরব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

দমে দমে তনু মনে তারই অনুভব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই

তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই?
যার হয়েছো তুমি,

তার নেই যে পরাভব, নেই যে পরাভব

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
দমে দমে তনু মনে তারই অনুভব..
দমে দমে তনু মনে তারই অনুভব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..

আল্লাহ আমার রব, এই রবই আমার সব..
আল্লাহ আমার রব, এই রবই আমার সব.

ঘুম যদি না আসে গভীর রাতে

 ঘুম যদি না আসে গভীর রাতে

প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে

পশু-পাখি, গাছগাছালি
প্রভুর প্রেমে জেগে করে মিতালী
মানুষ হয়ে তোমরা কেনো
গভীর ঘুমে আছো মেতে

আকাশ-বাতাস, গ্রহ-তারা
পাহাড়-নদী, ঝর্ণা ধারা
পাখিদের কলতানে মিষ্টি সুরে
তোমারি প্রেমে গেয়ে উঠে মেতে

সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায়
ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমারি দয়ায়
সাগর নদী জোয়ার ভাটা
তোমার প্রেমে উঠে মেতে