রাসুল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা
রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
যখন দারুন দুঃখ নামে
আমার জীবন জুড়ে।
বিপদ আপদ মুসিবতে
মরি পুড়ে পুড়ে।
তখন তোমার শৈশব কৈশোর
জোগায় প্রেরণা।
আশাহত জীবন যখন
দুর্বিষহ লাগে।
ব্যর্থ এবং পরাজিত
শ্রিতি গুলো জাগে।
তখন তোমার বদর ওহুদ
জোগায় সান্ত্বনা।
কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম।
দুঃখ হাইরে দুঃখ ছাড়া
আর কিছু না পেলাম।
তাইতো শুধু
তাইতো শুধু মনে পড়ে
সোনার মাদিনা।
নেতার মত নেতা যখন
পাইনা কোথাও খুঁজে।
কাঁদি হাইরে কাঁদি শুধু
এই দুটি চোখ বুজে।
তখন তোমার স্মরণ আমায়
দেয় যে সান্ত্বনা।
No comments:
Post a Comment