তোমার স্মৃতি মাগো হয় না ইতি কেন

তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?

দিনে দিনে বেড়ে
হয় যে দিগুন...
মাও মা...

তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?

কত দিন কেটে গেল
দেখি না তোমায়
কত রাত কেটে গেল
শ্রাবণ দারায়

চারিদিকেআমার আজ শুধুইআধাঁর
ক্ষণে ক্ষণে বাজে শুধু  তোমার সে শুর
মা মা গো মা

তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?

তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?

ঘরে ফিরে আসতে
খোকা বলে ডাকতে
দুহাতে বুকের মাঝে
জড়িয়ে রাখতে

মায়ার আচল খানি
ডাক দিয়ে যায়
বুক ভিতর জ্বলে দহনের আগুন
মা মা...গো মা
তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?
তোমার স্মৃতি মাগো
হয়না ইতি কেন?

2 comments: