দল বেঁধে সব করছে খেলা



দল বেধেঁ সব করছে খেলা
গাইছে হেসে হেসে,
বাড়ির পথে হাটেন নবী
ঈদের নামাজ শেষে।

দেখেন সবাই আন্দে উচ্ছ্বল
শুধু একটি ছেলে পথের ধারে
তার চোখ দুটি ছলছল।

থমকে দাড়াঁন দয়াল নবী
অন্তরে পান ব্যথা
প্রশ্ন করেন কাঁদছ কেন
পথের কিনার বসে।

যুদ্ধে আমার আব্বু শহীদ
আম্মাও  নেই বেঁচে
কেমন করে আনব খুশী
দু:খ নদী সেচে।






1 comment: