কত জানাজার পড়েছি নামায
দিয়েছি কত দাফন।
কোথাও যেন আছে আমারও
তৈরী সাদা কাফন।
কত জানাজার পড়েছি নামায
আমার তরী বাধা আছে
কোন সে কেয়া ঘাটে।
কোন মাসজিদে এলান হবে
শোয়াবে শেষ খাটে।
কখন কোথায় করবে দাফন
আমাকে স্বজন।
জানাজার পড়েছি নামায
দিয়েছি কত দাফন।
কত জানাজার পড়েছি নামায
দিয়েছি কত দাফন।।
কোন বাতাসে কোথায় যেন
দুলছে বাঁশের ঝাঁড়,
কোন সে মাটি কোন খানে
ডাকে রে বার বার।
কোথায় যেন বর যাত্রি
আছেরে চার জন।
জানাজার পড়েছি নামায
দিয়েছি কত দাফন।
কত জানাজার পড়েছি নামায
দিয়েছি কত দাফন।।
https://www.youtube.com/watch?v=NfIlMOukA90
No comments:
Post a Comment