Showing posts with label ইসলামী গান. Show all posts
Showing posts with label ইসলামী গান. Show all posts

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া।
মরনেরি কথা গেছ ভুলিয়া।
যেদিন আজরাইল এসে মারবে থাবা
রক্ষা পাবে না যান নিবে কাড়িয়া।

গড়েছো দালান কোঠা বাড়ি গাড়ি
যেতে হবে কবরেতে সবই ছাড়ি।
সারে তিন হাত সেই মাটির ঘরে
থাকবে সেথায় তুমি একা পরিয়া।

হও না যতই তুমি বীর পালোয়ান
সবকিছু ভেঙেচুরে হবে খান খান।
মালাকুল মওত নিবে যান কারিয়া
মাটির দেহ মাটিতে রবে পরিয়া।

ঘুরিয়া টাকার পিছে কাটালে জীবন
যুগালে সদা স্ত্রী-সন্তানের মন।
এ ধরাতে তুমি আর থাকবে কতদিন
এক দিন যেতে হবে সবই ছাড়িয়া।

যে মা আমায় ছোট্ট থেকে

যে মা আমায় ছোট্ট থেকে
মায়ার জালে বন্দি রেখে
করেছে পালন।
হে প্রভু তুমি ও তারে
তোমার আরশ ছায়া নীড়ে
করিও লালন
মাকে করিও লালন। (২)
যে মা সদা আমার পাশে
সুখে দুঃখে থাকতো বসে।
সে মা আজি আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে। (২)
হে প্রভু তুলেছি হাত
তুমি তারে দাওগো নাযাত,
করে নাও আপন।
হে প্রভু তুমি ও তারে...
আমার দুঃখে কাঁদতো যে মা
মলিন করে মুখ।
দু হাত তুলে তোমার কাছে
চাইতো আমার সুখ।(২)
যে মা ছিল সবচে আপন
সে ছাড়া আজ শুন‍্য ভূবন
আসবে না মা ফিরে কভু
কেঁদে যতই ভাসাই নয়ন।
হে প্রভু তুলেছি  হাত
তুমি তারে দাওগো নাযাত
করে নাও আপন।
হে প্রভু তুমি ও তারে...

আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম

আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম
ধরা তামাম মনি মুক্তা
পান্না হীরা সোনাদানা
হয় না তাহার দাম।।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।।

আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি
পাখ-পাখালির কন্ঠে শুনি
নিত্য অবিরাম।।

ডাকলে ও নাম সোহাগ ভরে
নিত্য জোয়ার প্রেম সাগরে
রাখলে ও নাম মনের কাবায়
নাচে রক্ত ঘাম।।

দল বেঁধে সব করছে খেলা



দল বেধেঁ সব করছে খেলা
গাইছে হেসে হেসে,
বাড়ির পথে হাটেন নবী
ঈদের নামাজ শেষে।

দেখেন সবাই আন্দে উচ্ছ্বল
শুধু একটি ছেলে পথের ধারে
তার চোখ দুটি ছলছল।

থমকে দাড়াঁন দয়াল নবী
অন্তরে পান ব্যথা
প্রশ্ন করেন কাঁদছ কেন
পথের কিনার বসে।

যুদ্ধে আমার আব্বু শহীদ
আম্মাও  নেই বেঁচে
কেমন করে আনব খুশী
দু:খ নদী সেচে।






মা বলে খোদার পথে চলো তুমি খোকন


মা বলে খোদার পথে

চল তুমি খোকন।

এ পথ ছাড়া অন্য পথে

ভরবে না তো মন।

 

ইসলামেরি ধ্বজা তুমি

শক্ত করে ধরো।

তাকে চিনতে কোরান হাদিস

আরো কিছু পড়ো।

 

তার মহিমা আদায় করো

পূর্বে আসতে মরণ।

পূর্বে আসতে মরণ।

হে প্রভু মোর হৃদয়টা জ্ঞানের জন্য খুলে দাও

হে প্রভু মোর হৃদয়টা
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিণ কঠিণ পড়াগুলো
সহজ সরল করে দাও।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
পাঠে আমার মন দিও গো
অঙ্ক যেন হয় না ভুল।
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো রয় ব্যকুল।
 
কবুল করো খোদা এই কলমা
রাব্বি জিদনি ইলমা।
রাব্বি জিদনি ইলমা।
 
যখন আমি পড়তে বসি,
মন যে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে,
পড়তে যে সে চায় না।