Showing posts with label Lal Faring Bole Projapotike. Show all posts
Showing posts with label Lal Faring Bole Projapotike. Show all posts

লাল ফড়িং বলে প্রজাতিকে

 লাল ফড়িং বলে প্রজাপতিকে

সৃষ্টি কে করেছে তোমায়

প্রজাপতি হেঁসে বলে তোমার প্রভূ যিনি

বানিয়েছেন আমায় ।


আকাশের রংধনু বৃষ্টিকে বলে

জানো কি প্রভূর নাম

বৃষ্টি পেখম মেলে মৃদু হেঁসে বলে

হৃদয়ে খোদার কালাম

ফুল পাখি তরুলতা সবাই বাঁচে

আল্লাহর স্নেহের ছায়ায় ।


জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে

শ্রেষ্ঠ নবীর কি নাম

কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ

রাসূলকে জানাই সালাম

ফড়িং প্রজাপতি কিংবা আকাশ

প্রভূর রহমত চায় ।


কথা ও সুর: আমিরুল মোমেনিন মানিক