Showing posts with label মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর. Show all posts
Showing posts with label মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর. Show all posts

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর

 মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর

হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না ।


দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা ।


ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না ।


কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী