Showing posts with label pakhira jai ore jai. Show all posts
Showing posts with label pakhira jai ore jai. Show all posts

পাখিরা যায় উড়ে যায়

পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়।

পাক পাখালি ঐ সাগর নদী
তার গুনগান গায়।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।।

দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে।
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়।।

মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
হিজল গাছে বটের ছায়ায়।
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়।।

ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্ণা ধারার চপলতায়।
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়।।