Showing posts with label Dunia Sundar Manus Sundar. Show all posts
Showing posts with label Dunia Sundar Manus Sundar. Show all posts

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর যমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।

ঝর্ণা ছুটে চলে একেবেকে
পৃথিবীর পথে কত ছবি একে
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।।

বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতেরি তারা ভরা চাদের হাসি।
গুন গুন গানে ঢেকে
মৌমাচি মধু চাকে।
ফুলে ফুলে করে হল্লা।।

দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাড় টেনে যায় মাঝি মাল্লা।।