Showing posts with label সংকটে সংঘাতে সংগ্রামে. Show all posts
Showing posts with label সংকটে সংঘাতে সংগ্রামে. Show all posts

সংকটে সংঘাতে সংগ্রামে

 সংকটে সংঘাতে সংগ্রামে

এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে

বিজয়ের নিশান যে উড়ায়

তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়।।


দ্বিধাহীন চিত্তের স্বপ্নীল সম্ভারে

মরুবুর বুকে যে ফুটে হায়

সে অপলক দৃষ্টিতে তারকার সৃষ্টিতে 

আলোকিত রাজপথ খুঁজে পায়।

পৃথিবীর দিকে দিকে 

নেই নেই নেই তার কোন সংসয়।


দুর্গম পর্বতে জঙ্গলে

এক আল্লাহর ভরসার সম্বলে

চলে নির্ভয়েতে যে জন

তার উজ্জ্বল ইতিহাস লিখা হয়।


এই পথের সংকোচ ঝেড়ে ফেলো সাথীরা 

হেঁটে চলো যাই দূর সুদূরে 

আর আসহাবে কাহাফের জাগায়ে নিয়ে চল 

কাঁচা সোনা রোদ মাখা দুপুরে

চলরে চল চল

যায় যায় যায় বেলা যায় বয়ে যায়।।


কথা ও সুর: কামরুল ইসলাম হুমায়ুন