Showing posts with label মিষ্টি কথার বৃষ্টি নিয়ে. Show all posts
Showing posts with label মিষ্টি কথার বৃষ্টি নিয়ে. Show all posts

মিষ্টি কথার বৃষ্টি নিয়ে

 মিষ্টি কথার বৃষ্টি নিয়ে

ভালোবাসার দৃষ্টি নিয়ে,

নবীর সেরা নবী এলেন

মক্কা মরুর বুকে

তাঁর পরশে এই পৃথিবী

নাচলো পরম সুখে ||

.

সব মানুষের জন্য তিনি

হৃদয় দিতেন খুলে,

কেউ কখনো কষ্ট দিলে

যেতেন আহা ভুলে!

মুচকি হাসির হাসনাহেনা

ফুটতো সদা মুখে ||

.

পাপে তাপে বিশ্ব যখন

ছিল আঁধার কালো,

তার ছোঁয়াতে চতুর দিকে

পূর্ণিমা চমকালো!

ঝরলো নাকো অশ্রুধারা

মরলো না কেউ ধুকে ||


তাঁর পরশে এই পৃথিবী

নাচলো পরম সুখে ||

.

কথাঃ বিলাল হোসাইন নূরী

সুরঃ মশিউর রহমান