Showing posts with label A raat ki kete jabe. Show all posts
Showing posts with label A raat ki kete jabe. Show all posts

এ রাত কি কেটে যাবে

 এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?

তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে।


তুমি কি কাঁদবেনা অস্রু ফেলে?

তুমি কি চাইবে না দুহাত মেলে?

তুমি কি জানবে না মহাগ্রন্থ?

হৃদয় ঢেলে।


রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

আল্লাহর স্মরণে রাত্রি জাগো।

 

সিজদায় নত হও অস্ত্রু ছাড়ো

আল্লাহর স্বরনে হৃদয় গড়ো

প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে

বল প্রভুকে। 


কথা: গোলাম মোহাম্মদ

সুর: মশিউর রহমান