আমার মন ছুটে যায়

আমার মন ছুটে যায় নবীর মদিনায়

যেথা নবীজি ঘুমায়।


হেরা গুহায় শুনতে পেলেন 

আল কোরআনের বাণী

দ্বিধা দ্বন্দ্ব দূর হলো সব 

কাটলো পেরেশানি।

বিপ্লবী পয়গামে নবীর জীবন বদলে যায়।

যেথা নবীজি ঘুমায়।


শিশু-কিশোর ছিল ব্যকুল 

নবীর দিদার পেতে

মিষ্টি করে মুচকি হেসে 

সালাম দিতেন আগে

নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়িয়ে যায়।

যেথা নবীজি ঘুমায়।


লাত মানাত এর দীপ নিভে যায় 

তৌহিদ আবায়

জাহেলিয়াত যায় হেরে যায় 

নবীর সাধনায়।

মোর নবীজী অধির হলেন 

আসমানী ফরমানে

ঘরে ঘরে সঙ্গী পেলেন 

দিনের আহবানে।

পাক কালেমার আসলো বিজয় আঁধার দুনিয়ায়।

যেথা নবীজি ঘুমায়।


গরিব দুঃখী অসহায়ের 

ছিলেন সদা পাশে

দলে দলে নবীর কাছে 

তাই তো ছুটে আসে

সাদা কালোর ঘুচল বিভেদ 

নবীর ঘোষণায়।

যেথা নবীজি ঘুমায়।


No comments:

Post a Comment