ওয়াদা দিয়ে কাজ করেনা
কথা রাখার ধার ধারে না
মিথ্যা যার কাছে যেন অতি স্বাভাবিক
সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।
কেউ কখনো যতন করে রাখলে আমানত
খুব সাধারন তারই কাছে করে খেয়ানত
মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক ।
সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।
কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে
মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে।
ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার
কাজের সাথে মিল থাকেনা মুখের ব্যবহার
কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক ।
সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।
সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।
কথা: গাজী নয়ন ইসলাম
সুর: মশিউর রহমান
No comments:
Post a Comment