একটি দেশের গল্প বলি শোন
যেথা সোনার ফসল ফলে
ঝিকিমিকি তারা জলে
সে কি তোমরা জানো
ঐ দেখা যায় রূপের নদী
বইছে নিরবধি
ছন্দে তারই কত মায়া
নেই কোনো যার গতি
মুয়াজ্জিনের আযান শুনে
যায় ভরে যায় প্রানও।
ঐ শোনা যায় পাখির কুজন
ডাকছে আপন মনে
প্রভুর নামে করছে জিকির
ঐ না হিজল বনে
মায়ের মুখে মিষ্টি হাসি
যেন ফুলের ঘ্রাণও।
কথাঃ সংগ্রহ
সুরঃ শাহাবুদ্দিন
No comments:
Post a Comment