শাহরুল্লাহিল মুহাররম

কথা: বিলাল হোসাইন নূরী 

সুর: মুজাহিদ জামান 


শাহরুল্লাহিল মুহাররম (৩)


হিজরত থেকে এসেছে হিজরি

অমলিন ইতিহাস,

আলোকিত তার প্রথম সোপান,

পুতঃপবিত্র মাস।


শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে সিয়াম-শ্রেষ্ঠ সিয়াম 

ফরজ রোজার পরে তার দাম

ফুল ও ফসলে সুশোভিত হয়

আমলের যতো চাষ ।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


নবী মুসা এক বিশাল বিজয় 

এ মাসেই খুঁজে পায়

লোহিত সাগরে ফেরাউন তার 

দলসহ ডুবে যায় । 

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে আশুরা-ভিন্ন আমেজ 

হৃদয়ে জাগায় ঈমানের তেজ 

এক বছরের কাফফারা তার 

সিয়ামের উপবাস।।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)




No comments:

Post a Comment