হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি  হতাম নদীর কূল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

হতাম যদি আমি কোন পাখি

উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকাডাকি

সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা

হতাম পাগল পারা

হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি আমি জলের ঢেউ

ভেসে যেতাম গভীর জলে বুঝতো নাতো কেউ

রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা

হতাম আপন হারা।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

হতাম যদি নাম না জানা ফুল।।












No comments:

Post a Comment