টাপুর টুপুর বৃষ্টি পড়ে
কার ইশারায় বলো
কার ছোয়াতে গাছের পাতা
দিপ্ত সবুজ হলো
সে যে আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি বলো।।
কার নামেতে পাখ-পাখালি
গায় সুরেলা গান?
ফুলের বাগে মৌমাছিরা
কার করে গুনগান?
পাহাড় থেকে ঝর্ণা নামে
ছলাৎ ছলাৎ ছলো।।
কার নামেতে সুবাস ছড়ায়
হরেক রকম ফুল?
বিশ্বজাহান কার প্রেমেতে
রোজ থাকে মশগুল?
চাঁদ-সুরুজে নিত্য করে
জগত ঝলোমলো।।
কথা : সুলায়মান আল মাহমুদ
সুর : সাঈদ সুমন
No comments:
Post a Comment