ঐ আকাশে আর এই মাটিতে

 ঐ আকাশে আর এই মাটিতে

সবই প্রভূর সৃষ্টি

মন ভরে যায় প্রাণ ভরে যায়

যেদিকে যায় দৃষ্টি।


রাতের আকাশ জোছনা ধোয়া

মিটিমিটি তারাদের খেলা।

দিনের আলোয় সূর্য হাসে

কখনো মেঘেরই ভেলা।

কার পরশে হলো ফুল

এত সুন্দর এত মিষ্টি।


সাগর বুকে ঢেউয়ের দোলা

নদীর আপন বেগে চলা।

পাহাড় ঝরা ঝরনার গান।

পাখিদের নীড়ে ফিরে যা্ওয়া।

কার রহমের ছোয়াতে

ঝড়ে করুনার বৃষ্টি।


কথা ্ও সূর: হুমায়ুন বিন হানিফ


No comments:

Post a Comment