রোজ বিহানে একটা পাখি
আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে
হৃদয় দুলতে থাকে
দিকে দিকে সে সুর তোলে সাড়া
ঘুম ভেঙ্গে যায় সে সুর শুনে
জাগে ঘুমের পাড়া
রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে
তখন শাখে শাখে
ফুলে ফুলে রঙ্গিন রেনু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোরে
গুন গুনিয়ে তখন সে যে
গাইতে শুধু থাকে
ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাঁপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে
ঘাসে ঘাসে ফুলের রেণু
চতুরদিকে মাখে
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মশিউর রহমান
No comments:
Post a Comment