Give Thanks To Allah

Give Thanks to Allah
for the moon and the stars
prays in all day full,
what is and what was
take hold of your iman
dont givin to shaitan
oh you who believe please give thanks to Allah.
Allahu Ghefor Allahu Rahim Allahu yuhibo el Mohsinin,
hua Khalikhone hua Razikhone whahoa ala kolli sheiin khadir
Allah is Ghefor Allah is Rahim Allah is the one who loves the Mohsinin,
he is a creater, he is a sistainer and he is the one who has power over all.
Give thanks to Allah,
for the moon and the stars
prays in all day full,
what is and what was
take hold of your iman
dont givin to shaitan
oh you who believe please give thanks to Allah.
Allahu Ghefor Allahu Rahim Allahu yuhibo el Mohsinin,
hua Khalikhone hua Razikhone whahoa ala kolli sheiin khadir

Allah is Ghefor Allah is Rahim Allah is the one who loves the Mohsinin,
he is a creater, he is a sistainer and he is the one who has power over all.

পাখিরা যায় উড়ে যায়

পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়।

পাক পাখালি ঐ সাগর নদী
তার গুনগান গায়।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।।

দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে।
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়।।

মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
হিজল গাছে বটের ছায়ায়।
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়।।

ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্ণা ধারার চপলতায়।
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়।।

নিঝুম রাতে

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে?
মা বলল ধৈর্য ধর
যখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে।।

সেই ছেলেটির মন যে তবু ভরেনা
মায়ের কোন মানাই মনে ধরেনা।
আম খেয়ে সে ভাবতে থাকে
মিষ্টি ঢেলে দিয়েছে কে?
কার নামে বাসন্তি কোকিল কুহু ডাকে?

দিঘীর পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে।
এমন সময় মামা এসে
বলল ভাগ্নে ভাবছ কি সে।
প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রেখে।।

মামার কাছে ভাগ্নে সবই বলল
মামাও তার জবাব তুলে ধরল।
সব সৃষ্টির স্রষ্টা যিনি
আল্লাহ তালা মহান তিনি।
দুজন মিলে প্রভু প্রেমের
প্রীতি আকে।।


দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর যমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।।

ঝর্ণা ছুটে চলে একেবেকে
পৃথিবীর পথে কত ছবি একে
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।।

বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতেরি তারা ভরা চাদের হাসি।
গুন গুন গানে ঢেকে
মৌমাচি মধু চাকে।
ফুলে ফুলে করে হল্লা।।

দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাড় টেনে যায় মাঝি মাল্লা।।


আল্লাহ তুমি অপরূপ




আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ।

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ।
আল্লাহ তুমি অপরূপ।


তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে।

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে।

তুমি আছো বুকের গভীর গহিন ভিতর।।

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ।
আল্লাহ তুমি অপরূপ।

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহের বান
বৃক্ষ লতা সাগর নদী
সবি তোমার দান।

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহের বান
বৃক্ষ লতা সাগর নদী
সবি তোমার দান।

তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর।।

আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ।
আল্লাহ তুমি অপরূপ।




সাগর নদী আর পাহাড় বনে

সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুন গুন গুন্জরনে।
ভেসে আসে ঐ সুমধুর তান
চারিদিকে শুন আল্লার জয়গান।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।

শুন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখ কতনা মধুর।
মিষ্টি মিষ্টি ঐ দোয়েলের গান
রয়েছে তাহাতে কি শুধা অফুরান।
কোথা পেল তাহারা এ সুর অম্লান।
জবাব পাবে দিল খোদা মহিয়ান।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।

বল যদি আকাশের ও চাদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোৎস্না ধারা
সুর্যকে বল যদি কোথা পেলে আলো?
রাত্রি হল কেন নিকষ কালো?
কোথা পেল মানব এক জীবন বিধান
জবাব একটা সবি আল্লার দান।।
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান।।






এই সুন্দর ফুল

এই সুন্দর ফুল
এই সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহের বানী।
খোদা তোমার হুকুম তরক করি
আমি প্রতি পায়।
তবু আলো দিয়ে বাতাস দিয়ে
বাচাও এ বান্দায়।
শ্রেষ্ট নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাসরে
পথ না ভুলি চাইতে দিলে
পাক কোরানের বানী
খোদা তোমার মেহেরবানী।।

Allahu Allahu Allah


Allahu Allahu Allahu
Allahu Allahu Allahu
Truly He is the One
He has no father or son
Everything in creation was by Him begun
With His infinite power anything could be done
Ask Allah for His Pardon
And you’ll enter the Garden

Before Him there were none
Of partners He has none
He knows what is apparent and what is hidden
All the fate of creation has already been written
His Will is always done
And can never be undone

From amongst all humans
Muhammad was chosen
He was illiterate and he was an orphan
Yet Allah sent him to those who were pagans
Oh Allah let us drink
From his hand in the fountain

Ya Allah You’re the Sovereign
You’re the Sultan of Sultans
Please protect me from Shaytan and all of his treason
Let him not with his whispers my iman ever weaken
My only wish in this life
Is to attain Your Pardon

SAMI YUSUF


খোদার প্রেমের শরাব পিয়ে

খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।
দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে
চাইনা বেহেশত খোদার কাছে নিত্য মুনাজাত করে।।
হ্যায়....
কায়েশ যেমন লাইলী লাগি লভিল মজনু খেতাব।
যেমন ফরহাদ শিরীর প্রেমে হ'ল দেওয়ানা বেতাব।
বে-খুদীতে মশগুল আমি তেমনি খোদার তরে।।
হ্যায়...

ও মন রমজানের ঐ রোজার শেষে

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ॥
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ,
দে জাকাত, মূর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি’দ॥
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ॥
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
যারা জীবন ভ’রে রাখছে রোজা, নিত্য উপবাসী,
সেই গরীব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মফিদ ॥
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করতে হজরত হয় মনে উম্মীদ।।

লিখেছেন, কাজী নজরুল ইসলাম

গানটি শুনুন: