ছোট্ট মনি খোকন সোনা

ছোট্ট মনি খোকন সোনা
মন দিয়ে বই পড়

লেখাপড়া শিখে তুমি

হবে অনেক বড়।



বিশ্বটাকে গড়তে হলে

নিজকে আগে গড়

কোরান হাদিস পড়ে তুমি

আলোর পথে চলো।।



পড়তে বসে দোয়া কর

রাব্বি জিদনি ইলমা পড়

তোমার জ্ঞানের আলো দিয়ে

জীবনটাকে গড়।।