ও মদিনার বুলবুলি

ও মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি
যতন করে হৃদয় মাঝে
একা একা নিড়িবিলি।

সেই ফুলেরি পাপড়িগুলো
ঝড়ে পড়ে না,
মুগ্ধ করা সুবাস তাহার
কভু শেষ হয় না।

সেই সুবাসে ব‍্যাকুল হয়ে
গাই তোমারি গিতালী।

হেরা হতে হেলে দুলে

হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় —
সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় —
সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।।
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় —
সে যে আমার কমলিওয়ালা — কমলিওয়ালা।।

তৌহিদেরি মুর্শিদ আমার



তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 
মুর্শিদ মোহাম্মদের নাম।
তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 

মুর্শিদ মোহাম্মদের নাম।

ঐ নাম জপলেই বুঝতে পারি 
খোদারই কালাম
মুর্শিদ মোহাম্মদের নাম।। 
তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 
মুর্শিদ মোহাম্মদের নাম।


ঐ নামেরই রশি ধরে 
যাই আল্লার পথে, 
ঐ নামেরই ভেলায় চরে 
ভাসি নূরের স্রোতে, 
ঐ নামেরই রশি ধরে 
যাই আল্লার পথে, 
ঐ নামেরই ভেলায় চরে 

ভাসি নূরের স্রোতে, 
ঐ নামের বাতি জ্বেলে দেখি 
আরশের মোকাম। 
মুর্শিদ মোহাম্মদের নাম।।

তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 

মুর্শিদ মোহাম্মদের নাম।


ঐ নামের দামন ধরে আছি 
আমার কিসের ভয়, 
আমার কিসের ভয়। 
ঐ নামের গুনে পাবো আমি 
খোদার পরিচয়, 
পাবো খোদার পরিচয়। 
ঐ নামের দামন ধরে আছি 
আমার কিসের ভয়, 
আমার কিসের ভয়। 
ঐ নামের গুনে পাবো আমি 
খোদার পরিচয়, 

পাবো খোদার পরিচয়।

তাঁর কদম মোবারক যে আমার 
বেহেশ্‌তী তাঞ্জাম। 
মুর্শিদ মোহাম্মদের নাম।
মুর্শিদ মোহাম্মদের নাম।

তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 


মুর্শিদ মোহাম্মদের নাম।
মুর্শিদ মোহাম্মদের নাম।

ঐ নাম জপলেই বুঝতে পারি 
খোদারই কালাম

মুর্শিদ মোহাম্মদের নাম।।

তৌহিদেরি মুর্শিদ আমার 
মোহাম্মদের নাম। 


মুর্শিদ মোহাম্মদের নাম।