আব্বু তুমি আল্লা তালার সেরা উপহার
আম্মু তুমি আল্লা তালার সেরা উপহার।
ও ও ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি।
তুমি আমার আদর স্নেহ
ভালবাসার খনি।
আব্বু আমি তোমার দুই নয়নের মনি
তুমি আমার আদর স্নেহ
ভালবাসার খনি।
আব্বু
ও ও ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি।
আব্বু তোমার ছুটি কবে
আসবে কখন বাড়ি,
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
আব্বু তোমার ছুটি কবে
আসবে কখন বাড়ি,
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
বাসায় পড়ি কোচিং করি
স্কুলেতে ও পড়া,
এত পড়ি তবু শাসন
আম্মু বিষন কড়া।
বাসায় পড়ি কোচিং করি
স্কুলেতে ও পড়া,
এত পড়ি তবু শাসন
আম্মু বিষন কড়া।
কষ্ট বুকে কান্না চোখে
অশ্রু সারি সারি।
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
আব্বু তোমার ছুটি কবে
আসবে কখন বাড়ি,
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
খুব চেচিয়ে আম্মু ডাকে
নিত্ত সকাল বেলা।
ঘুমে আমার চোখ খোলেনা
স্বপ্ন করে খেলা।
খুব চেচিয়ে আম্মু ডাকে
নিত্ত সকাল বেলা।
ঘুমে আমার চোখ খোলেনা
স্বপ্ন করে খেলা।
ভাল্লাগেনা মায়ের শাসন
মন টিকেনা ঘরে,
আমার দেখা স্বপ্ন গুলো
যাচ্ছে বাবা ঝড়ে।
ভাল্লাগেনা মায়ের শাসন
মন টিকেনা ঘরে,
আমার দেখা স্বপ্ন গুলো
যাচ্ছে বাবা ঝড়ে।
মন বোঝেনা আম্মু আমার
কষ্টতে বুক ভারি।
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
আব্বু তোমার ছুটি কবে
আসবে কখন বাড়ি
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
আব্বু তোমার ছুটি কবে
আসবে কখন বাড়ি
আম্মু আমায় খুব বকেছে
তাই দিয়েছি আড়ি।
Faith is belief in
Allah and the Messengers The angels and the Final Day, and the holy
scriptures And to believe in destiny That good and bad both come from Him And the Resurrection; there is no god but Allah.
Allah is the creator
of heaven and of earth Nothing may compare with Him, He is the One
alone The prophets, best of humankind Sent to all nations and all tribes Last of all Muhammad, mercy to the worlds.
Formed of light and
beauty, the angels of the Lord To praise Allah, to help mankind, Jibril brings the word. The scriptures, all by Allah sent, Torah, Psalms and Gospel then The source of perfect guidance, the Glorious
Quran.
The reckoning, the
Final Day, when all will see their works Remade in soul and body to stand before the Lord With patience bearing every grief With thankfulness for all blessings We are content with destiny, the Will of Allah.
Faith is
belief in Allah and the Messengers The angels and the Final
Day, and the Holy Scriptures And to believe in destiny That good and bad both
come from Him And the Resurrection;
there is no god but Allah.