মাফি ক্বলবি গাইরুল্লাহ
নুর মোহাম্মদ সাল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ।
যখন আমি ভাবি বসে
যেদিক তাকাই দূর আকাশে
তোমার নামের সূর ধ্বনি
আমার কানে ভেসে আসে।
তোমার যিকির তোমার নাম
গাইছে সবাই দিবাযাম
তুমি মোদের এক আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ
ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা
তোমার প্রেমে হঐ উতালা
তুমি ছাড়া সবি খেলা
লা ইলাহা ইল্লাল্লাহ।
চলছি যখন একটি পথে
সেই পথ যেন হয় তোমার সাথে
তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন
মুক্তি দিবে আখিরাতে।
তুমি ছাড়া কিছু চাইনা
তোমার নামের নেই তুলনা
আমায় তুমি কবুল করো
ওগো প্রিয় রাব্বানা।
https://youtu.be/NaiWa-80Bbs