রোজ বিহানে একটা পাখি

রোজ বিহানে একটা পাখি

আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে

হৃদয় দুলতে থাকে 


দিকে দিকে সে সুর তোলে সাড়া

ঘুম ভেঙ্গে যায় সে সুর শুনে 

জাগে ঘুমের পাড়া

রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে 

তখন শাখে শাখে 


ফুলে ফুলে রঙ্গিন রেনু ওড়ে

মৌমাছিরা তখন শুধু ঘোরে

গুন গুনিয়ে তখন সে যে 

গাইতে শুধু থাকে 


ভোরের বাতাস পাতায় পাতায় নাচে

পাঁপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে

ঘাসে ঘাসে ফুলের রেণু 

চতুরদিকে মাখে 


কথাঃ গোলাম মোহাম্মদ

সুরঃ মশিউর রহমান

ছোট থাকবো না মোরা চিরদিন

 ছোট থাকবো না মোরা চিরদিন

বড় হবো নিশ্চয়ই একদিন

সেদিন তো আর বেশি দূরে নয়

খোদার বিধানের আনবো বিজয় ॥


আমাদের মাঝেই লুকিয়ে আছে 

খালেদের মতো কত বীর

আমাদের থেকেই সৃষ্টি হবে যে 

দিগবিজয়ী মহাবীর

হে খোদা মোদের শক্তি দাও 

নির্ভীক হবার সাহস দাও

যেন প্রমাণ করতে পারি নেই মোদের 

কোন সংশয় ॥


সবাই মিলে এসো শপথ করি

জীবন খোদার রঙ্গে রঙ্গীন করি

তবেই শক্তি খোদা দেবেন উপহার

কায়েম হবে ফের সমাজ খোদার।


কুরআন শরীফ থেকে শিক্ষা নেবো 

কিভাবে মানুষ হতে হয়

রাসূলের হাদীস হতে জানতে পারবো 

আমাদের মূল পরিচয়

মোরা থাকবো না পিছে কোনদিন 

আর করবো জীবনকে বিলীন

এই শপথে টিকে থাকতে মোদের 

নেই কোন ভয় ॥


কথা ও সুর: সালমান আল আযামী

ঐ আকাশে আর এই মাটিতে

 ঐ আকাশে আর এই মাটিতে

সবই প্রভূর সৃষ্টি

মন ভরে যায় প্রাণ ভরে যায়

যেদিকে যায় দৃষ্টি।


রাতের আকাশ জোছনা ধোয়া

মিটিমিটি তারাদের খেলা।

দিনের আলোয় সূর্য হাসে

কখনো মেঘেরই ভেলা।

কার পরশে হলো ফুল

এত সুন্দর এত মিষ্টি।


সাগর বুকে ঢেউয়ের দোলা

নদীর আপন বেগে চলা।

পাহাড় ঝরা ঝরনার গান।

পাখিদের নীড়ে ফিরে যা্ওয়া।

কার রহমের ছোয়াতে

ঝড়ে করুনার বৃষ্টি।


কথা ্ও সূর: হুমায়ুন বিন হানিফ