কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ
মন মাতানো পরিপাটি শ্যামল বরন কেশ।
রবের দেয়া সে যে আমার
প্রাণের বাংলাদেশ
প্রাণের বাংলাদেশ।
আযান শুনে হয় যেখানে রোজ সকালে ভোর
পাক পাখালির কলতানি খোলে সবাই দোর।
শিশির ভেজা দূর্বাঘাস ও
দারুন পরিবেশ
দারুন পরিবেশ।
নদী নালা খাল বিলেতে
নানা সাধের মাছ
প্রাণ জুড়ে যায় পাহাড় দেখে
হরেক রকম সাজ ।
শাপলা বেলি জুঁই চামেলি সুবাস ভরা ফুল
রূপ লাবণ্য ভালোলাগায় নেই যে তাহার তুল
সকল দেশের রানী সে যে
জানে দেশ বিদেশ।
জানে দেশ বিদেশ।